OnePlus 10 Pro Price & Review
OnePlus 10 Pro পর্যালোচনা
OnePlus 10 Pro মোবাইফোনটিতে রয়েছে এন্ড্রয়েড ভারসন ১২। এটা কিন্তু এন্ড্রয়ডের লেটেস্ট ভারসন। এছাড়া, রয়েছে ৩ জি, ৪ জি এবং ৫ জি বেন্ড এর সাপোর্ট।
OnePlus 10 Pro গেমিং রিভিউ
ফোনটির চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে, Qualcomm SM8450 Snapdragon 8 Gen1 (4 nm)। এটা কিন্তু খুবই পাওয়াফুল প্রসেসর। যেটা আপনাকে আপনার গেমিং পারফরমেন্স অনকটাই স্মুর্থ করবে। এছাড়া, OnePlus 10 Pro ফোনটিতে ব্যবহার করা হয়েছে, ৫০০০ মেগাহার্টজ এর ব্যাটারি। যেটি আপনাকে একটানা ৮ ঘন্টার মত বেকআপ দিবে। এছাড়া, ফোনটিতে রয়েছে ৮০ ওয়াটের ফাস্ট চার্জার। যেটি আপনার ফোনকে অল্প সময়ে ১% থেকে ১০০% অল্প কিছু সময়ের ভিতরে চার্জ করে দিবে।
আরো জানুনঃ
বাংলাদেশে Samsung Galaxy M12 এর দাম
বাংলাদেশে Webmoney Doller উপার্জনের সহজ উপায়
OnePlus 10 Pro ক্যামেরা রিভিউ
স্মার্টফোনটিতে অনেক মানসম্মত ক্যামেরা ব্যবহার করছে OnePlus কোম্পানী। ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসাবে রয়েছে,
48 MP, f/1.8, 23mm (প্রশস্ত), 1/1.43", 1.12µm, সর্বমুখী PDAF, লেজার AF, OIS
8 MP, f/2.4, 77 মিমি (টেলিফটো), 1.0µm, PDAF, OIS, 3.3x অপটিক্যাল জুম
50 MP, f/2.2, 14mm (আল্ট্রাওয়াইড), 1/1.56", 1.0µm, AF