৫ টি জনপ্রিয় প্রয়োজনীয় মোবাইলে সফটওয়্যার!

হ্যালো, বন্ধুরা
কেমন আছেন, আপনারা। আশাকরি সকলেই ভালো আছেন। আর, ভালো না থাকলে, আজকের এই ৫ টি এপসের নাম শুনে আপনারা একটু না হলে, সুস্থ হয়ে উঠবেন। তো বন্ধুরা চল, বক বক না করে আজকের পোস্টটি শুরু করা যাক।

তো আমি আজে আপনাতের যে ৫ টি এন্ড্রয়েড এপের কথা বলব। যে এপ গুলো একজন মোবাইল ব্যবহারকারী নিত্যদিনোর সঙ্গী বললে ও ভূল হবে না। তো আমরা প্রথমে ১ নং লিস্টে যে এপটা রেখিছি সেটা হল ফেসবুক!

আরো পড়ুনঃ

১. Facebook - ফেসবুক।

আপনার যদি একটা এন্ড্রয়েড ফোন থাকে। তাহলে, এই Facebook এপটি আপনার জন্য ৯৯% ভাবে আপনার বিনোদন এবং যোগাযোগের মাধ্যম করে দিবে। কারন, ফেসবুকে এখন আপনি বিভিন্ন ভিডিও দেখতে পাবেন এবং আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে তোমার নিজ বন্ধুদের সাথে অডিও এবং ভিডিও কলে কথা বলতে পারবেন। এজন্য অবশ্যই আপনাকে আপনার মোবাইলের নেট কানেকশন প্রয়োজন হবে। এই Facebook App টি ৫ বিলিওনের ও বেশি মানুষ তাদের মোবাইলে ইনস্টল করেছেন। এছাড়া আপনি যদি এই এপটা ইনস্টল করতে চান প্লে-স্টোরে পেয়ে যাবেন। এই এপটি ১০০ এমবির মত সাইজ। এই এপটি যে কোন মোবাইলে রান করা যাবে। এছাড়া Facebook একটি Social Media Website...

২. YouTube - ইউটিইব!

YouTube হল একটি ভিডিও সেয়ারিং প্লাটফ্রম। আপনার যদি একটি এন্ড্রয়েড ফোন থাকে। তাহলে, আপনি YouTube এপসটা ইনস্টল করতে বাধ্য। এমন অনেক মোবাইল রয়েছে। সেই ফোন গুলোতে  ইউটিইব এপটি অটোমেটিক ইনস্টল করা থাকে। আপনি এই এপসের মাধ্যমে বিশ্বের সবকিছু দেখতে পাবেন। এছাড়া সময় কাটানোর জন্য ইউটিইব থেকে মুভি, গান, কাটুন, নাটক, ওয়েব সিরিজ এবং সংবাদ গুলো খুবই সহজে দেখতে পাবেন। এই এপটি যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে, তাহলে প্লেস্টোর থেকে ইনস্টল করে নিবেন। এছাড়া এপটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট ব্যবহার করতে হবে। কারন, এটি একটি অনলাইন ভিত্তিক প্লাটফর্ম। এছাড়া এই এপটির সাইজ ৩০ এমবির মত। এছাড়া এই ইউটিইব এপটি প্লে-স্টোর থেকে ১০ বিলিওয়নের ও বেশি মানুষ ইনস্টল করেছে।

৩. Messanger - মেচেন্জার?

Messanger হলো ফেসবুক কোম্পানীর একটি এপস। এই এপসের মধ্যমে আপনি সাধারনত। আপনার বন্ধু বান্ধবী এবং আপনার কলিং এর সাথে অডিও এবং ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন। এই এপটি আপনারা প্লেস্টোরে পেয়ে যাবেন। প্লেস্টোরে ৫ বিলিওয়নের ও বেশি মানুষ এই এপটি ইনস্টল করেছে। এটাও একটি অনলাইন সোসাল মিডিয়া এপস। এটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই নেট কানেকশনের প্রয়োজন হবে।

৪. TikTok - টিকটক!

Tik tok এমনি একটি এপ যেটি আপনাকে আরো বিনোদন দেওয়ার চেষ্টা করবে। এই এপটি একজন ব্যাক্তির আনন্দ দেওয়ার জন্যই যথেষ্ট। এখনার Young ছেলে মেয়েরা এই এপটি প্রচুর ভাবে ব্যবহার করছে। এই এপটির প্রেমে পড়ে গেলে। আপনার পড়ালেখা অকালে ছেড়ে দিতে হবে। এই এপটির ব্যাপারে বেশি কিছু বলতে চাচ্ছি না। কারন, এই এপটি আমি নিজে খুবই ঘৃনা করি। এপটি ইনস্টল করার জন্য প্লে-স্টোরে চলে যাবেন। এছাড়া এই Tik Tok এপটি ১ বিলিওয়নের ও বেশি মানুষ ইনস্টল করেছে। এপটি সাধারনত ১০০ এমবির মত। এপটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট প্রয়োজন হবে।

৫. Likee - লাইকি?

Likee ও টিকটকের মত একটি সর্ট ভিডিও তৈরি করা এপ। এটি খুবই জনপ্রিয় একটি এপ। এই লাইকি এপটি দেশেে যুব সমাজ এবং মেয়ে সমাজকে (হাহাহা) খুবই গুরুতর ভাবে ক্ষতিগ্রস্থ করছে। এই এপটি প্লেস্টোরে ৫০০ মিলিওনের ও বেশি মানুষ ইনস্টল করেছে। এই এপটি ইনস্টল করার জন্য আপনাকে অবশ্যই প্লেসটোরে যেতে হবে। এপটি ব্যবহার করার জন্য আপনাকে নেট সংযোগ প্রদান করতে হবে।

তো বন্ধুরা, বুঝতে পেরছ যে। আপনাদের ৫ টি জনপ্রিয় এবং প্রয়োজনীয় এপ। নিচের দুইটি এপ সমাজের জন্য ক্ষতিকারক বলে মনে করি। আপনার কাছে নিচের এপ গুলো কেমন লাগে প্লিচ কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url