৫ টি সেরা অনলাইন এন্ড্রয়েড মোবাইল গেম ২০২২

হ্যালো, বন্ধুরা
কেমন আছ সবাই। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে সেয়ার করতে চলেছি ২০২২ এর সেরা ৫ টা এন্ড্রয়েড গেম নিয়ে। তো বন্ধুরা চল কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শুরু করা যাক।

তো আমরা ১ নং লিস্টে যে গেমটাকে রেখেছি। সেটা খুবই জনপ্রিয় একটি গেমস।

আরো পড়ুনঃ

১. Free Fire - ফ্রি ফায়ার!

ফ্রি ফায়ার গেমটি কিন্তু খুবই একটি জনপ্রিয় মোবাইল গেম। এই গেমটি সাধারন আপনারা প্লে-স্টোরে পেয়ে যাবেন। এইগেমটি সাধারনত ১২০০ এমবির মত। এই গেমটি ১ বিলিয়ন প্লাস লোক ডাওনলোড করেছে। এমনকি এই গেমটা আমি নিজে ও খেলি। এই গেমসটা কিন্তু অনলাইন গেম। এটা কিন্তু নেট কানেকশন না দিয়ে খেলা যায় না। এছাড়া এই গেমটি খেলার জন্য আপনাদের মিনিমাম ১ জিবি রেমের মোবাইল ফোন থাকতে হবে।

২. PUBG - পাবজি!

পাবজি হলো ফ্রি ফায়ারের মত একটি ব্যাটেল রয়েল গেইম। এই গেমটি প্লেস্টোরে রয়েছে। এখন এই গেমটি বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি মোবাইল গেইম। এই গেমটি ও একটা অনলাইন গেম। এটা ও নেট কানেকশন না দিলে, আপনি খেলতে পারবেন না। এছাড়া, আপনাকে এই গেমটি খেলার জন্য ৩ জিবি রেমের মোবাইল ফোনের প্রয়োজন হবে। তা না হলে, আপনি পাবজি গেমটি খেলতে পারবেন না। এছাড়া এই গেমটি ৫০০ মিলিয়ন মানুষ এই গেমটি প্লেস্টোর থেকে ডাওন লোড করেছে। পাবজি গেমটির সাইজ ২ জিবির মত।

৩. Clash Of Clan - ক্লাস অফ ক্লান!

ক্লাস অফ ক্লান খুবই একটি জনপ্রিয় একটা মোবাইল গেম। এটি একটি এন্ড্রয়েড গেম। এই গেমটি  Supercell কোম্পানী পাবলিস করেছে। এই গেইমটি অল্প সময়ের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। এই গেমটি ৫০০ মিলিয়ন লোক ইনস্টল করেছে। এই গেমটি ও আগের মত দুইটি গেমের মত অনলাইন গেইম। এই গেমটি খেলতে আপনাদের মিনিমাম ১ জিবি রেমের মোবাইল ফোন হলে, চলবে। এছাড়া, গেমটির সাইজ ২০০ এমবির মত।

৪. Call Of Duty - কল অফ ডিউটি!

কল অফ ডিউটি মোবাইল গেমটি ও একটি ব্যাটেল রয়েল গেম। এই গেমটি ও খুবই জনপ্রিয় একটি মোবাইল গেইম। এই গেমটির সাইজ ২ জিবির মত। তো বুঝতে পারছ। যে গেমটি খেলার জন্য কত জিবি রেমের মোবাইল ফোনে চলবে। মিনিমাম আপনার ফোনে ৪ জিবি রেমের প্রয়োজন হবে। এই গেমটি খেলার জন্য। এছাড়া উপরের ৪ টি গেমের মত অনলাইন গেম এবং গেমটি ১০০ মিলিওন প্লাস লোক ডাওনলোড করেছে।

৫. Arena Of Valor - এরিনা অফ ভেলর!

এরিনা অফ ভেলর গেমটি ২০২১ সালের শেষের দিকে খুবই জনপ্রিয়তা পেয়েছে। এই গেমটি ও একটা বেটেল রয়েল গেম। এই গেমটি প্লেস্টোরে ১০ মিলিয়ন লোক ইনস্টল করেছে। এছাড়া এই গেমটির সাইজ ৩৫০ এমবির মত। এই গেমটি খেলার জন্য আপনার মোবাইলে মিনিমাম ১ জিবি রেমের প্রয়োজন হবে। এছাড়া গেমটি খেলার জন্য অবশ্যই নেট কানেকশন প্রদান করতে হবে। কারন, এটি একটি অনলাইন গেইম।

তো বন্ধুরা, আপনার যদি চান তাহলে, এই ৫ টি গেম খেলতে পারেন। কারন, আমার মতে ২০২২ এর সেরা ৫ টি বেস্ট এন্ড্রয়েড মোবাইল গেইম। তো বন্ধুরা আজকের পোস্টটি যদি ভাল লেগে থাকে। তাহলে, আপনার ব্রাউজারের বুকমার্কে সেভ করে রাখুন।

আরো জানুনঃ

ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url