Easy Way To Earn Webmoney Doller In Bangaldesh
হ্যালো, বন্ধুরা
কেমন আছেন সবাই। আশাকরি সকলে ভালো আছেন। আমি ও খুবই ভালো আছি। আমি আজকে শিখাবো কি ভাবে 'আপনারা বাংলাদেশ থেকে Webmoney ডলার ইনকাম করতে পারবেন। হ্যাঁ! সঠিক শুনেছেন ভাই। আজকের পোস্টটি পড়লে, আপনি ও বাংলাদেশ থেকে Webmoney Dollar ইনকাম করতে পারবেন।
Webmoney কি?
জানি বন্ধুরা আপনারা অনেকেই জানেন না। Webmoney টা কি। এটা একটা অনলাইন ডলার আদান প্রদানের মাধ্যম। এটাকে একটা ওলেট ও বলা যায়। এটা সারা বিশ্বে সাপোর্ট করে। এছাড়া এই সিস্টেমকে আমরা বিকাশ এবং নগদ এপসের সাথে তুলনা করা যায়। বাট, বিকাশ সারা বিশ্বে সাপোর্ট করে না। শুধু মাত্র বাংলাদেশ সাপোর্ট করে।
আরো জানুনঃ
Webmoney ডলার কি ভাবে ইনকাম করবেন?
তো বন্ধুরা, কেমনে আপনার Webmoney ডলার ইনকাম করবেন। ওয়েবমানি ডলার ইনকাম করার জন্য আপনাকে, একটা ওয়েবসাইট থাকতে হবে এবং আপনি যদি চান। তাহলে, আপনি ফেসবুক, ওয়াটএপ ও বিভিন্ন সোসাল মিডিয়ার মাধ্যমে Webmoney ডলার ইনকাম করতে পারবেন। তো চলো প্রথমে বলে দি কিভাবে ওয়েবমানির ডলার ওয়েব সাইটের মাধ্যমে ইনকাম করবে। তো Webmoney ডলার ইনকাম করার জন্য আপনাকে, যে কোন একটি এড সার্ভারের সাহায্য নিতে হবে। তা না হলে, আপনি বাংলাদেশ থেকে ওয়েবমানির ডলার ইনকাম করতে পারবেন।
নিচের ভিডিওটি দেখলে, আপনি ওয়েবসাইটের মাধ্যমে Webmoney ডলার ইনকাম করতে পারবেন।
Webmoney ডলার ফেসবুক দিয়ে ইনকাম করুন?
হ্যালো, বন্ধুরা আপনারা চাইলে ফেসবুক দিয়ে ও। Webmoney ডলার ইনকাম করতে পারবেন। আমরা উপরে যে ভিডিওটি দিয়েছি। আশাকরি, ভিডিওটি দেখেছেন। ভিডিওটি যদি সম্পূর্ন না দেখে থাকেন। তাহলে, আপনি ফেসবুকের মাধ্যমে ডলার ইনকাম করতে পারবেন না। ফেসবুকে লিংক সেয়ারের মাধ্যমে আপনি Webmoney ডলার ইনকাম করতে পারবেন।
Webmoney ডলারের দাম কত টাকা?
বন্ধুরা এখন ওয়েবমানি ডলারের দাম ৯০ টাকা করে। আপনি মনে হয় জানেন ৮০ টাকা থেকে ৮৫ টাকা। কিন্তু, আপনাকে বলে রাখি। আপনি যদি না জানেন, এই জন্য আপনার জন্য আমরা সাধারন ধারনা দিচ্ছি। কারন, আপনাকে অনেক সময় সেলার ঠকিয়ে দিবে। এই জন্য আগে থেকে জানিয়ে রাখছি। আপনি এটা জানতেন কি না। কমেন্ট করে জানান।
Webmoney ডলার দিয়ে কি কি করা যায়?
Webmoney ডলার দিয়ে আপনি বিভিন্ন সাইটে পেমেন্ট করতে পারবেন। এছাড়া অনলাইনে বিভিন্ন জিনিপত্র কেনার জন্য Webmoney ডলারের প্রচুর চাহীদা রয়েছে। এছাড়া এটি বিভিন্ন কাজের জন্য প্রয়োজন হয়।
এছাড়া, Webmoney ডলার দিয়ে Domain ও কেনা যায়। এছাড়া, আপনি এই ডলারের মাধ্যমে আপনার বিভিন্ন সাইটে বিট করতে পারবেন। আপনি চাইলে, আরো বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন।
Webmoney ডলার দিয়ে গেমের টোকেন ও ক্রয় করতে পারবেন। এছাড়া ফ্রি-ফায়ার গেমের টোকেন ক্রয় করতে পারেন।
Webmoney বাংলাদেশকে সাপোর্ট করে না কি না?
হ্যাঁ! Webmoney বাংলাদেশে সাপোর্ট করে। আমি নিজে ওয়েবমানির ডলার ইনকাম করি এবং ওয়েবমানির মাধ্যমে ডলার টা পেমেন্ট নিয়ে থাকি?
যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে নিচের ভিডিওটা দেখুন। তাহলে, আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে Webmoney ডলার পেমেন্ট নেওয়া যায়।