HSC College (XI Class) Admission Result 2022 Merit List

হ্যালো, শিক্ষার্থী বন্ধুরা
কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভালো আছেন। আপনারা যারা ২০২১ সালে SSC পরিক্ষা দিয়ে পাস করেছেন। তারা সবাই তো নতুন কলেজে ভর্তি হওয়ার জন্য এপলাই করেছেন। তো আপনাদের Xi College Admission এর রিজাল্ট প্রকাশিত হয়েছে। 

এখন কি ভাবে তোমরা তোমাদের নিজ নিজ রিজাল্ট চেক করবেন। তো বন্ধুরা আমি রিজাল্ট বলতে এখানে বুঝিয়েছি যে, আপনি এপলায় করার পর। যে কলেজে চান্স পেলেন সেটা। তো চল কথা না বাড়িয়ে কি ভাবে চেক করবেন। সেটা দেখিয়ে দেব।

আরো জানুনঃ

তো শিক্ষার্থী বন্ধুরা। আপনারা সরাসরি আপনাদের মোবাইলে যে কোন একটা ব্রাউজার ওপেন করবেন। তারপর ব্রাউজারের সার্চবারে সার্চ করবেন। xiclassadmission bd তারপর নিচের ছবিতে যেটা দেখছ ঠিক সেইভাবে কাজটি করবেন।

এছাড়া এই লিংকে সরাসরি প্রবেশ করতে পারেনঃ http://xiclassadmission.gov.bd


তো উপরের ছবিতে যে লাল কোর্ড মত দেওয়া হয়েছে। ঠিক ওই খানে ক্লিক করবেন। এর পর সরাসরি সাইটে প্রবেশ করবেন নিচের ছবিটে যেমন দেখা যাচ্ছে।

তো এখন, আপনাকে View Result এ ক্লিক করতে হবে। তারপর তোমাকে নিচের ছবিটি দেখতে হবে।

এখন, তোমার মোবাইল ফোনে সরাসরি একটা মেচেস করে দিয়েছে তোমার শিক্ষাবোর্ড থেকে। ওই মেচেজে তোমার রোল নম্বরটি দেওয়া আছে। তারপর আপনার বোর্ডটি সিলেক্ট করতে হবে। তারপর আপনি কতসালে পরিক্ষা দিয়েছ কিংবা পাশ করেছ সেই সালটা দিতে হবে। তারপর তোমার Ssc পরিক্ষার রেজিস্টার নম্বরটি দিতে হবে। এছাড়া নিচের ভেরিফাই কোর্ডটা বসাতে হবে নিচের ছবির মত।

এখন সবকিছু সঠিকভাবে পূরন করে তোমাদের  view result এ ক্লিক করলেই তোমাতের রিজাল্ট পেয়ে যাবে। নিচের ছবিটির মত!
 তো দেখতে পাচ্ছেন, এটি খুবই সহজ। আপনি যদি এটা আপনার নিকস্থ কম্পিউটার ঘর থেকে বের করতে চান তাহলে, আপনাকে ৫০ টাকা প্রদান করতে হবে। তো আমি তো দেখিয়ে দিলাম কিভাবে খুব সহজে তোমাদের কলেজ এডমিশনের রিজল্টা দেখবেন। 

ধন্যবাদ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url