National University Honours 2nd Year Exam Routine PDF File 2022

হ্যালো, অনার্স শিক্ষার্থীবৃন্দ
কেমন আছেন সবাই। আশাকরি সকলে ভাল আছেন।
আপনারা হয়ত জানেন না যে, আপনাদের পরিক্ষা রুটিন এখনো প্রকাশ করা হয়েছে কিনা। তো আমরা আপনাদের কে সঠিক নিউজ দিব। এইজন্য আমাদের ব্লগ সাইটি আপনাদের ব্রাউজারে বুকমার্কে সেভ করে রাখুন।

অনার্স ২য় বর্ষের পরিক্ষারর রুটিন প্রকাশ করেছে nu.ac.bd। এই nu.ac.bd হল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইস। আপনারা অনেকেই এই সাইটে অনেক সময় প্রবেশ করতে পারেন না এবং আমি নিজেও চেক করে দেখেছি। মাঝে মধ্যে সাইটে প্রবেশ করা যায় না। 


আপনারা হয়ত জেনে, অবাক হবেন। আপনাদের রুটিন ১ম বার প্রকাশিত হয়েছিল। কিন্তু কিছু ছুটি সংক্রান্ত সমস্যার জন্য রুটিনটি পরিবর্তন করতে বাধ্য হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ কতৃকপক্ষ্য।

নিচে অনার্স ২য় বর্ষের রুটিন দেওয়া হলঃ

রুটিনটা দুই ভাগ করি নাই। আপনাদের বোঝার জন্যই রুটিন টা একটি ভাগে জুড়ে দিয়েছি। এছাড়া, আপনারা চাইলে নিচের লিংক থেকে PDF ডাওনলোড করতে পারবেন।


তো, এখন আশাকরি বুঝতে পেরছ, কত তারিখ থেকে পরিক্ষা শুরু হচ্ছে। তো সবাই মনযোগ দিয়ে পড়াশুনা করেন।


পরিক্ষার রুমে প্রবেশ, করার আগে অবশ্যই আপনাকে, Covid-19 টিকার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এছাড়া মাক্স অবশ্যই থাকতে হবে। এই দুটো অবশ্যই মনে রাখবেন। নাহলে, আপনারা সমস্যার সম্মুখি হতে পারেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url