Xiaomi Mi 11X 5G Price in Bangladesh


হ্যালো, বন্ধুরা
কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভালো আছেন। আমি আজকে সেয়ার করব যে, Xiaomi Mi 11X 5G ফোনটিতে কি কি ফিচার রয়েছে। তো বন্ধুরা চল কথা না বাড়িয়ে, আজকের Xiaomi Mi 11X 5G ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক।
 
Xiaomi Mi 11X 5G স্মার্টফোনের মার্কেট প্রাইস কত টাকা?

→এই স্মার্ট ফোনটি মার্কেটে এসেছিল (April 27, 2021) তারিখে। 
→এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিশিয়াল ভাবে লঞ্চ করেছে। 
→এজন্য এই ফোনটার প্রাইস অফিশিয়াল ভাবে।
৳39,999 6/128 GB
৳42,999 8/128 GB

Xiaomi Mi 11X 5G স্মার্ট মোবাইল ফোনটিতে কি কি ফিচার রয়েছে? 

→এই ফোনটির সাধারণত তিনটি কালার রয়েছে। (Celestial Silver, Lunar White, Cosmic Black)
→এই স্মার্টফোনটির নেটওয়ার্ক কানেক্টিভিটি রয়েছে (2G, 3G, 4G,5G)।  
→এছাড়া মোবাইল ফোনটিতে রয়েছে, ডুয়েল ন্যানো সিম।
→ফোনটির ওজন 196 গ্রাম। 
→এছাড়া ফোনের ডিসপ্লে  6.67 ইঞ্চি।
→এছাড়া ফোনটিতে থাকছে Super AMOLED ডিসপ্লে।
→এছাড়া ফোনটিতে থাকছে Corning Gorilla Glass 5 এর Protection।
→এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন Full HD+ 1080 x 2400 pixels (395 ppi)।
→পিছনের ক্যামেরা রয়েছে Triple 48+8+5 Megapixel।
→এছাড়া পিছনের ক্যামেরা দিয়ে Ultra HD 4K (2160p), gyro-EIS ভিডিও রেকর্ড করতে পারবেন। 
→এই স্মার্টফোনটির সামনের ক্যামেরা/ফ্রন্ট ক্যামেরা রয়েছে 20 Megapixel (Full HD 1080p)। 
→এছাড়া এই স্মার্টফোনটির ব্যাটারি রয়েছে Lithium-polymer 4520 mAh ব্যাটারী (Non-Removable)। 
→এই ফোনটিতে 33W Quick Charge 3+ (100% in 52 minutes), Power Delivery 3.0 ফাস্ট চার্জিং।

Xiaomi Mi 11X 5G এর অপারেটিং সিস্টেম ফিচার?

→ফোনটিতে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন Android 11 (MIUI 12) ব্যবহার করা হয়েছে।  
→এছাড়া এই স্মার্টফোনটির প্রসেসর Qualcomm Snapdragon 870 5G (7 nm) ব্যবহার করা হয়েছে।  
→এই ফোনের RAM থাকছে 6/8GB।
→এছাড়া ROM থাকছে 128 GB (UFS 3.1)।
→এছাড়া এই স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট Side-Mounted এন্ড ফেসলক তো থাকছেই।

আশাকরি সবাই বুঝতে পেরেছেন, এই ফোনটিতে কি কি ফিচার রয়েছে। আমি মনেকরি, এই ফোনটির ক্যামের এবং প্রসেসর খুবই ভাল হবে। আপনি যদি চান মোবাইল ফোনটা ক্রয় করতে পারেন। মোবাইল ফোন ক্রয় করার আগে সঠিক সিদ্ধান্ত নিবেন। টাকা আপনার সিদ্ধান্ত আপনার!!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url