Xiaomi Redmi Note 10 Price in Bangladesh


হ্যালো, বন্ধুরা
কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভালো আছেন। আমি আজকে সেয়ার করব যে, Redmi Note 10 ফোনটিতে কি কি ফিচার রয়েছে। তো বন্ধুরা চল কথা না বাড়িয়ে, আজকের Redmi Note 10 ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক।

Redmi Note 10 স্মার্টফোনের মার্কেট প্রাইস কত টাকা?

→এই স্মার্ট ফোনটি মার্কেটে এসেছিল (16 ই মার্চ 2021) তারিখে। 
→এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিশিয়াল ভাবে লঞ্চ করেছে। 
→এজন্য এই ফোনটার প্রাইস অফিশিয়াল ভাবে
(4/64GB ১৯,৯৯৯ টাকা)।
(4/128GB ২০,৯৯৯ টাকা)।
(6/128GB ২২, ৯৯৯ টাকা)।

See More: 

Redmi Note 10 স্মার্ট মোবাইল ফোনটিতে কি কি ফিচার রয়েছে? 

→এই ফোনটির সাধারণত তিনটি কালার রয়েছে। Shadow Black (Onyx Gray), Frost White (Pebble White), Aqua Green (Lake Green)
→এই স্মার্টফোনটির নেটওয়ার্ক কানেক্টিভিটি রয়েছে (2G, 3G, 4G)।  
→এছাড়া মোবাইল ফোনটিতে রয়েছে, ডুয়েল ন্যানো সিম।
→ফোনটির ওজন 178.8 গ্রাম। 
→এছাড়া ফোনের ডিসপ্লে 6.43 ইঞ্চি।
→এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন Full HD+ 1080 x 2400 pixels (409 ppi)।
→পিছনের ক্যামেরা রয়েছে Quad 48+8+2+2 মেগাপিক্সেল।
→এছাড়া পিছনের ক্যামেরা দিয়ে 4k ভিডিও রেকর্ড করতে পারবেন Ultra HD (2160p)। 
→এই স্মার্টফোনটির সামনের ক্যামেরা/ফ্রন্ট ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেলের। 
→এছাড়া এই স্মার্টফোনটির ব্যাটারি রয়েছে 5000 mAh ব্যাটারী (Non-Removable)। 
→এই ফোনটিতে রয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জিং। আপনি চাইলে এই ফোনটি 74 মিনিটে 100 পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন।

Redmi Note 10 এর অপারেটিং সিস্টেম ফিচার?

→ফোনটিতে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন Android 11 (MIUI 12) ব্যবহার করা হয়েছে।  
→এছাড়া এই স্মার্টফোনটির প্রসেসর Qualcomm Snapdragon 678 (11 nm) ব্যবহার করা হয়েছে।  
→এই ফোনের RAM থাকছে 4/6GB।
→এছাড়া ROM থাকছে 64GB/128 GB।
→এছাড়া এই স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট এন্ড ফেসলক তো থাকছেই।

আশাকরি সবাই বুঝতে পেরেছেন, এই ফোনটিতে কি কি ফিচার রয়েছে। আমি মনেকরি, এই ফোনটির ক্যামের এবং প্রসেসর খুবই ভাল হবে। আপনি যদি চান মোবাইল ফোনটা ক্রয় করতে পারেন। মোবাইল ফোন ক্রয় করার আগে সঠিক সিদ্ধান্ত নিবেন। টাকা আপনার সিদ্ধান্ত আপনার!!

Next Post
No Comment
Add Comment
comment url