Realme C25 Price in Bangladesh


হ্যালো, বন্ধুরা
কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভালো আছেন। আমি আজকে সেয়ার করব যে, Realme C25 ফোনটিতে কি কি ফিচার রয়েছে। তো বন্ধুরা চল কথা না বাড়িয়ে, আজকের Realme C25 ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক।

Realme C25 স্মার্টফোনের মার্কেট প্রাইস কত টাকা?

→এই স্মার্ট ফোনটি মার্কেটে এসেছিল (27 ই মার্চ 2021) তারিখে। 
→এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিশিয়াল ভাবে লঞ্চ করেছে। 
→এজন্য এই ফোনটার প্রাইস অফিশিয়াল ভাবে
(4/64GB ১৩,৯৯০ টাকা)।
(4/128GB ১৪,৯৯০ টাকা)।

Realme C25 স্মার্ট মোবাইল ফোনটিতে কি কি ফিচার রয়েছে? 

→এই ফোনটির সাধারণত দুটি কালার রয়েছে। (Water Blue, Water Gray)
→এই স্মার্টফোনটির নেটওয়ার্ক কানেক্টিভিটি রয়েছে (2G, 3G, 4G)।  
→এছাড়া মোবাইল ফোনটিতে রয়েছে, ডুয়েল ন্যানো সিম।
→ফোনটির ওজন 209 গ্রাম। 
→এছাড়া ফোনের ডিসপ্লে 6.5 ইঞ্চি।
→এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন HD+ 720 x 1600 pixels (270 ppi)।
→পিছনের ক্যামেরা রয়েছে Triple 13+2+2 মেগাপিক্সেল।
→এছাড়া পিছনের ক্যামেরা দিয়ে Full HD (1080p) ভিডিও রেকর্ড করতে পারবেন। 
→এই স্মার্টফোনটির সামনের ক্যামেরা/ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 Megapixel (Full HD 1080p)। 
→এছাড়া এই স্মার্টফোনটির ব্যাটারি রয়েছে 6000 mAh ব্যাটারী (Non-Removable)। 
→এই ফোনটিতে রয়েছে 18 ওয়াট ফাস্ট চার্জিং।

Realme C25 এর অপারেটিং সিস্টেম ফিচার?

→ফোনটিতে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন Android 11 (Realme UI 2.0) ব্যবহার করা হয়েছে।  
→এছাড়া এই স্মার্টফোনটির প্রসেসর Mediatek Helio G70 (12 nm) ব্যবহার করা হয়েছে।  
→এই ফোনের RAM থাকছে 4GB।
→এছাড়া ROM থাকছে 64GB/128 GB।
→এছাড়া এই স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট এন্ড ফেসলক তো থাকছেই।

আশাকরি সবাই বুঝতে পেরেছেন, Realme C25 ফোনটিতে কি কি ফিচার রয়েছে। আমি মনেকরি, এই ফোনটির ক্যামের এবং প্রসেসর খুবই একটা ভাল হবে না। আপনি যদি চান মোবাইল ফোনটা ক্রয় করতে পারেন। মোবাইল ফোন ক্রয় করার আগে সঠিক সিদ্ধান্ত নিবেন। টাকা আপনার সিদ্ধান্ত আপনার!!

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url