Samsung Galaxy S22 Ultra Price in Bangladesh


হ্যালো, বন্ধুরা
কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভালো আছেন। আমি আজকে সেয়ার করব যে, Samsung Galaxy S22 Ultra ফোনটিতে কি কি ফিচার রয়েছে। তো বন্ধুরা চল কথা না বাড়িয়ে, আজকের Samsung Galaxy S22 Ultra ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক।
 
Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনের মার্কেট প্রাইস কত টাকা?

→এই স্মার্ট ফোনটি মার্কেটে এসেছিল (February 25, 2022) তারিখে। 
→এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিশিয়াল ভাবে লঞ্চ করেছে। 
→এজন্য এই ফোনটার প্রাইস অফিশিয়াল ভাবে।
143,999 12/256 GB

Samsung Galaxy S22 Ultra স্মার্ট মোবাইল ফোনটিতে কি কি ফিচার রয়েছে? 

→এই ফোনটির সাধারণত সাতটি কালার রয়েছে। (Phantom Black, White, Burgundy, Green, Graphite, Red, Sky Blue)
→এই স্মার্টফোনটির নেটওয়ার্ক কানেক্টিভিটি রয়েছে (2G, 3G, 4G , 5G)।  
→এছাড়া মোবাইল ফোনটিতে রয়েছে, ডুয়েল ন্যানো সিম।
→ফোনটির ওজন 228 গ্রাম। 
→এছাড়া ফোনের ডিসপ্লে 6.8 (Punch-hole) ইঞ্চি।
→এছাড়া ফোনটিতে থাকছে Dynamic AMOLED 2X Touchscreen ডিসপ্লে।
→এছাড়া ফোনটিতে Corning Gorilla Glass Victus+ থাকছে।
→এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন Quad HD+ 1440 x 3088 pixels (500 ppi)
→পিছনের ক্যামেরা রয়েছে Quad 108+10+10+12 Megapixel
→এছাড়া পিছনের ক্যামেরা দিয়ে 8K (4320p), HDR10+, Super Steady Video, stereo sound rec., gyro-EIS ভিডিও রেকর্ড করতে পারবেন। 
→এই স্মার্টফোনটির সামনের ক্যামেরা/ফ্রন্ট ক্যামেরা রয়েছে 40 Megapixel (Ultra HD 4K (2160p), auto-HDR, dual-video call)। 
→এছাড়া এই স্মার্টফোনটির ব্যাটারি রয়েছে Lithium-polymer 5000 mAh (non-removable) ব্যাটারী (Non-Removable)। 
→এই ফোনটিতে  45W Fast Charging 15W Fast Qi/PMA Wireless Charging USB Power Delivery 3.0/4.5W Reverse Wireless Charging ফাস্ট চার্জিং।

Samsung Galaxy S22 Ultra এর অপারেটিং সিস্টেম ফিচার?

→ফোনটিতে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন Android 12 (One UI 4.1) ব্যবহার করা হয়েছে।  
→এছাড়া এই স্মার্টফোনটির প্রসেসর Qualcomm Snapdragon 8 Gen 1 (4 nm) ব্যবহার করা হয়েছে।  
→এই ফোনের RAM থাকছে 12 GB।
→এছাড়া ROM থাকছে 256 GB (UFS 3.1)
→এছাড়া এই স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট In-display (ultrasonic) এন্ড ফেসলক তো থাকছেই।।

আশাকরি সবাই বুঝতে পেরেছেন, এই ফোনটিতে কি কি ফিচার রয়েছে। আপনি যদি চান মোবাইল ফোনটা ক্রয় করতে পারেন। মোবাইল ফোন ক্রয় করার আগে সঠিক সিদ্ধান্ত নিবেন। টাকা আপনার সিদ্ধান্ত আপনার!!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url