Oppo F19 Price in Bangladesh


হ্যালো, বন্ধুরা
কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভালো আছেন। আমি আজকে সেয়ার করব যে, Oppo F19 ফোনটিতে কি কি ফিচার রয়েছে। তো বন্ধুরা চল কথা না বাড়িয়ে, আজকের Oppo F19 ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক।

Oppo F19 স্মার্টফোনের মার্কেট প্রাইস কত টাকা?

→এই স্মার্ট ফোনটি মার্কেটে এসেছিল (April 8, 2021) তারিখে। 
→এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিশিয়াল ভাবে লঞ্চ করেছে। 
→এজন্য এই ফোনটার প্রাইস অফিশিয়াল ভাবে
(6/128GB ২১,৯৯০ টাকা)।

Oppo F19 স্মার্ট মোবাইল ফোনটিতে কি কি ফিচার রয়েছে? 

→এই ফোনটির সাধারণত দুটি কালার রয়েছে। (Prism Black, Midnight Blue)
→এই স্মার্টফোনটির নেটওয়ার্ক কানেক্টিভিটি রয়েছে (2G, 3G, 4G)।  
→এছাড়া মোবাইল ফোনটিতে রয়েছে, ডুয়েল ন্যানো সিম।
→ফোনটির ওজন 175 গ্রাম। 
→এছাড়া ফোনের ডিসপ্লে 6.43 ইঞ্চি।
→এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন Full HD+ 1080 x 2400 pixels (409 ppi)।
→পিছনের ক্যামেরা রয়েছে (Triple 48+2+2 Megapixel)।
→এছাড়া পিছনের ক্যামেরা দিয়ে (Full HD 1080p) ভিডিও রেকর্ড করতে পারবেন। 
→এই স্মার্টফোনটির সামনের ক্যামেরা/ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 Megapixel (Full HD 1080p)। 
→এছাড়া এই স্মার্টফোনটির ব্যাটারি রয়েছে 5000 mAh ব্যাটারী (Non-Removable)।
→এই ফোনটিতে রয়েছে 33W SuperVOOC 2.0 ওয়াট ফাস্ট চার্জিং। আপনি চাইলে এই ফোনটি 30 মিনিটে 54% চার্জ করে নিতে পারবেন।

Oppo F19 এর অপারেটিং সিস্টেম ফিচার?

→ফোনটিতে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন Android 11 (ColorOS 11.1) ব্যবহার করা হয়েছে।  
→এছাড়া এই স্মার্টফোনটির প্রসেসর Qualcomm Snapdragon 662 (11 nm) ব্যবহার করা হয়েছে।  
→এই ফোনের RAM থাকছে 6GB।
→এছাড়া ROM থাকছে 128GB।
→এছাড়া এই স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট এন্ড ফেসলক তো থাকছেই।

আশাকরি সবাই বুঝতে পেরেছেন, Oppo F19 ফোনটিতে কি কি ফিচার রয়েছে। আমি মনেকরি, এই ফোনটির ক্যামেরা এবং প্রসেসর খুবই একটা ভাল হবে না। আপনি যদি চান মোবাইল ফোনটা ক্রয় করতে পারেন। মোবাইল ফোন ক্রয় করার আগে সঠিক সিদ্ধান্ত নিবেন। টাকা আপনার সিদ্ধান্ত আপনার!!

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url